উইন্ডোজ সেটাপ

ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে উইন্ডোজ সেটাপ দিতে হয়

ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে উইন্ডোজ সেটাপ দিতে হয়? CD/DVD থেকে যে কোনো উইণ্ডোজ দেয়া সম্ভব হলেও অনেকেই অনেক সময় ঝামেলায় পড়েন। কিংবা অনেকেই এখন CD Drive কিনেন না। এজন্য উইণ্ডোজ দিতে প্রয়োজন হয় USB Flash Drive এর।

এই আর্টিকেলটিতে আজ আলোচনা করবো কিভাবে আপনি একটি পেনড্রাইভকে Bootable করে আপনার কম্পিউটারে উইণ্ডোজ দিতে পারবেন CD/DVD ছাড়াই। এই জন্য আপনার প্রয়োজন হবে কমপক্ষে ৪ গিগাবাইটের একটি পেন-ড্রাইভ বা USB Flash Drive এর।

প্রথমে আপনি ডাউনলোড করে নিন মাইক্রোসফট নির্মিত এই ফ্রি টুলটি (Windows7-USB-DVD-Download-Tool)। এছাড়াও প্রয়োজন হবে আপনার কাঙ্ক্ষিত উইন্ডোজের ISO ফাইল।

  • প্রথমেই আপনার USB Device টি NTFS এ Format দিন।
  • এখন ডাউনলোড করা Windows7-USB-DVD-Download-Tool টুলটি Install দেয়ার পরে Open করুন।
  • এরপর Browse এ ক্লিক করে হার্ডডিস্কে থাকা ISO ফাইলটি নির্বাচন করে দিন।
  • তারপর Next চাপুন।
  • এখন USB Device এ ক্লিক করুন।
  • তারপর আপনার USB Flash Drive টি নির্বাচন করে Begin Copying এ ক্লিক করুন।
  • USB Device টি সম্পূর্ণ খালি আছে কিনা এটা নিশ্চিত করতে Erase USB Device এ ক্লিক করুন, কারণ এতে অন্য কোনো ফাইল থাকলে উইন্ডোজটি সঠিকভাবে ইন্সটল নাও হতে পারে। তাই বিষয়টি খেয়াল রাখুন।
    এরপর
  • ফাইল ধীরে ধীরে কপি হতে থাকবে। অপেক্ষা করুন, কপি সম্পূর্ণ হলে X বাটনে ক্লিক করুন।

আপনার USB Device টি এখন Bootable হয়ে গেছে। এটি দিয়ে যে কোন ল্যাপটপে, ডেস্কটপে, নোটবুক কিংবা নেটবুকে সহজেই উইন্ডোজ সেটআপ দিতে পারবেন।

আরো পড়ুন- কম্পিউটার কিবোর্ড শর্টকাট টেকনিক ব্যবহার শিখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *