Varsity admission requirement: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রেড পয়েন্ট যোগ করার ধরণ বিভিন্ন। ভর্তির নূন্যতম যোগ্যতা এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম। তাই ভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য এগুলো জানতেই হবে। কিভাবে ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলো জিপিএ কাউন্ট করে তা আজ আমরা বিস্তারিত দেখব।
ঢাকা বিশ্ববিদ্যালয় / Dhaka University
ক ইউনিট: আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ (জিপিএ-গ্রেড পয়েন্ট গড়) 10 এর মধ্যে 8.00 থাকতে হবে। ৮০ মার্কস জিপিএ এর উপর থাকবে। চতুর্থ বিষয় সহ-
এস এস সি জিপিএ × 6 = 30
এইচ এস সি জিপিএ × 10 = 50
মোট ৮০ নম্বর।
খ ইউনিট: আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ 10 এর মধ্যে 7.00 থাকতে হবে। ৮০ মার্কস জিপিএ এর উপর থাকবে। চতুর্থ বিষয় সহ-
এস এস সি জিপিএ × 6 = 30
এইচ এস সি জিপিএ × 10 = 50
মোট ৮০ নম্বর।
গ ইউনিট: আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ (জিপিএ-গ্রেড পয়েন্ট গড়) 10 এর মধ্যে 7.50 থাকতে হবে। ৮০ নম্বর জিপিএ এর উপর থাকবে। চতুর্থ বিষয় সহ-
এসএসসি জিপিএ × 6 = 30
এইচএসসি জিপিএ × 10 = 50
মোট ৮০ নম্বর।
ঘ ইউনিট: আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 8.00, মানবিক জিপিএ -7.00 এবং বাণিজ্য জিপিএ -7.50 থাকতে হবে। পয়েন্টের উপর ৮০ নম্বর থাকবে। চতুর্থ বিষয় সহ-
এসএসসি জিপিএ × 6 = 30
এইচ এস সি জিপিএ × 10 = 50
মোট ৮০ নম্বর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / Jahangirnagar University
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা / Varsity Admission Requirement: চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 8.00, মানবিক জিপিএ -7.00 এবং বাণিজ্য জিপিএ – 8.50 থাকতে হবে। পয়েন্টের উপর ২০ নম্বর থাকবে।
এসএসসি পয়েন্ট × 1.5 = 7.5
এইচএসসি পয়েন্ট × 2.5 = 12.5
মোট ২০ নম্বর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় / Jagannath University
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 8.50, মানবিক জিপিএ -7.50 এবং বাণিজ্য জিপিএ – 8.00 থাকতে হবে। পয়েন্টের উপর ২৮ নম্বর থাকবে।
এসএসসি পয়েন্ট × 2.4 = 12
এইচএসসি পয়েন্ট × 3.2 = 16মোট ২৮ নম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / Chittagong University
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা / Varsity admission requirement: চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 6.50, মানবিক জিপিএ -6.00 এবং বাণিজ্য জিপিএ – 7.00 থাকতে হবে। পয়েন্টের উপর ২০ নম্বর থাকবে।
এসএসসি পয়েন্ট × 1.5 = 7.5
এইচএসসি পয়েন্ট × 2.5 = 12.5মোট ২০ নম্বর।
বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি (BUTEX)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ-
এসএসসি বা সমতুল্য: জিপিএ 4.50
এইচএসসি বা সমতুল্য: জিপিএ 4.50
এইচএসসি ম্যাথ + পদার্থবিদ্যা + রসায়ন + ইংরেজি: গ্রেড পয়েন্ট 19.00 এর কম নয়।পয়েন্টের উপর মোট ১০০ নম্বর থাকবে। চতুর্থ বিষয় সহ-
SSC point × 8 = 40
HSC point × 12 = 60মোট ১০০ নম্বর জিপিএর উপর।
MCQ- 200, Math: 60 marks, Phy: 60 marks, Chem: 60 marks and English: 20 marks.
ইসলামী বিশ্ববিদ্যালয় / Islamic University
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 7.00, মানবিক জিপিএ -6.50 এবং বাণিজ্য জিপিএ – 6.75 থাকতে হবে। পয়েন্টের উপর ৪০ নম্বর থাকবে।
এসএসসি পয়েন্ট × 4 = 20
এইচএসসি পয়েন্ট × 4 = 20
কুমিল্লা বিশ্ববিদ্যালয় / Comilla University
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 7.00, মানবিক জিপিএ -6.50 এবং বাণিজ্য জিপিএ – 7.00 থাকতে হবে। পয়েন্টের উপর ৫০ নম্বর থাকবে।
এসএসসি পয়েন্ট × 4 = 20
এইচএসসি পয়েন্ট × 6 = 30
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় / Begum Rokeya University
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় বাদে- বিজ্ঞান জিপিএ – 6.50, মানবিক জিপিএ -6.00 এবং বাণিজ্য জিপিএ – 6.30 থাকতে হবে। পয়েন্টের উপর ২০ নম্বর থাকবে।
এস এস সি পয়েন্ট × 1.5 = 7.5
এইচ এস সি পয়েন্ট × 2.5 = 12.5
বরিশাল বিশ্ববিদ্যালয় / Barisal University
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 7.00, মানবিক জিপিএ -6.00 এবং বাণিজ্য জিপিএ – 6.50 থাকতে হবে। পয়েন্টের উপর ৮০ নম্বর থাকবে।
SSC point × 6 = 30
HSC point × 10 = 50
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (Jkkniu)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 7.50, মানবিক জিপিএ -7.50 এবং বাণিজ্য জিপিএ – 8.00 থাকতে হবে। পয়েন্টের উপর ৩০ নম্বর থাকবে।
মাধ্যমিক পরীক্ষা পয়েন্ট × 2.4 = 12
উচ্চ মাধ্যমিক পরীক্ষা পয়েন্ট × 3.6 = 18
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 6.50, মানবিক জিপিএ -6.50 এবং বাণিজ্য জিপিএ – 6.50 থাকতে হবে। পয়েন্টের উপর ৫০ নম্বর থাকবে।
SSC point × 4 = 20
HSC point × 5 = 30
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(SUST)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 6.50, মানবিক জিপিএ -6.50 এবং বাণিজ্য জিপিএ – 6.50 থাকতে হবে। পয়েন্টের উপর ৩০ নম্বর থাকবে।
SSC Gpa × 3=15
HSC Gpa × 3=15
For second time student 2.7
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MBSTU)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় বাদে- বিজ্ঞান জিপিএ – 6.50, মানবিক জিপিএ -6.50 এবং বাণিজ্য জিপিএ – 6.50 থাকতে হবে। পয়েন্টের উপর ১০০ নম্বর থাকবে।
এসএসসি পয়েন্ট × 8 = 40
এইচএসসি পয়েন্ট × 12 = 60
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় বাদে- বিজ্ঞান জিপিএ – 6.00, মানবিক জিপিএ -6.00 এবং বাণিজ্য জিপিএ – 6.00 থাকতে হবে। পয়েন্টের উপর ১০০ নম্বর থাকবে।
SSC point × 8 = 40
HSC point × 12 = 60
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (NSTU)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় বাদে- বিজ্ঞান জিপিএ – 6.50, মানবিক জিপিএ – 6.00 এবং বাণিজ্য জিপিএ – 6.50 থাকতে হবে। পয়েন্টের উপর ১০০ নম্বর থাকবে।
এস এস সি গ্রেড পয়েন্ট × 8 = 40
এইচ এস সি গ্রেড পয়েন্ট × 12 = 60
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় বাদে- বিজ্ঞান জিপিএ – 7.00, মানবিক জিপিএ – 6.50 এবং বাণিজ্য জিপিএ – 6.50 থাকতে হবে। পয়েন্টের উপর ২০ নম্বর থাকবে।
SSC point × 2 = 10
HSC point × 2 = 10
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় বাদে- বিজ্ঞান জিপিএ – 8.00, মানবিক জিপিএ – 7.00 এবং বাণিজ্য জিপিএ – 7.00 থাকতে হবে। পয়েন্টের উপর ১০ নম্বর থাকবে।
এসএসসি পয়েন্ট × 0.8 = 4
এইচএসসি পয়েন্ট × 1.2 = 6
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RMSTU)
আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় সহ- বিজ্ঞান জিপিএ – 6.50 এবং বাণিজ্য জিপিএ – 5.50 থাকতে হবে। পয়েন্টের উপর ১০০ নম্বর থাকবে।
SSC point × 8 = 40
HSC point × 12 = 60
মেডিকেল কলেজ / Medical Admission
এসএসসি এবং এইচএসসি / সমমানের পরীক্ষায় সকল শিক্ষার্থীর জন্য ন্যূনতম জিপিএ 9.00 স্কোর। যদি কোনও পরীক্ষায় জিপিএ 3.50 এর কম হয়, তাহলে আপনি আবেদন করার যোগ্য হবেন না। সকলের জন্য, এইচএসসি / সমমান পরীক্ষায় জীববিজ্ঞানের সর্বনিম্ন জিপিএ 3.50 থাকতে হবে। পয়েন্টের উপর ২০০ নম্বর থাকবে।
এসএসসি পয়েন্ট × 15 = 75
এইচএসসি পয়েন্ট × 25 = 125
যে বিশ্ববিদ্যালয়গুলো জিপিএ নম্বর হিসেব করে না
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)
খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (কুয়েট)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU)
খুলনা বিশ্ববিদ্যালয় (KU)
Varsity admission requirement: Wish you all the best.
ভর্তির বিভিন্ন বিষয় ও আপডেট জানতে আমাদের এই Android App টি ডাউনলোড করে রাখুন।
Thanks…… thanks… thanks
শুভকামনা ভাই